মহুয়া সুন্দরীর ট্রেলারে অনন্য এক পরী (ভিডিও)


প্রকাশিত: ১১:২৭ এএম, ২৭ আগস্ট ২০১৫

বাংলাদেশের বিরাট সম্পদ তার গ্রাম বাংলার লোকসংস্কৃতি। আর ময়মনসিংহ গীতিকার আবেদন প্রতিটি বাঙালি হৃদয়েই দাগ কেটে যায়। সেই ভালোবাসায় ভিন্ন মাত্রা নিয়ে বারবার সেলুলয়েডে বন্দি হয়েছে মহুয়া সুন্দী ও নদের চাঁদের জনপ্রিয় প্রেম উপাখ্যান।

১৯৬৬ সালে আলী মনসুর, ১৯৮৬ সালে শামসুদ্দিন টগর নির্মাণ করেন ‘মহুয়া সুন্দরী’। আর এবার তৃতীয়বারের মতো রওশন আরা নিপার পরিচালনায় আসছে কোরবানী ঈদে মুক্তি পেতে যাচ্ছে ‘মহুয়া সুন্দরী’ ছবিটি।

তার আগেই গেল বুধবার মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। সেখানে মহুয়া সুন্দরীর চরিত্রে দেখা গেছে অনন্য এক পরীমনিকে। যার রুপের সুনাম সর্বত্র। শহুরে গ্ল্যামার আর চাকচিক্যে মোড়ানো পরীমনিকে দেখেই অভ্যস্ত সবাই। এবার নানা রঙের শাড়িতে, হাতা কাটা ব্লাউজে গ্রামীণ সুন্দরীর চরিত্রে মুগ্ধ হবার পালা। ট্রেলারে সেই আভাসই মিললো।

ছবিটি সম্পর্কে পরীমনি জাগোনিউজকে বলেন, ‌‘মহুয়া সুন্দরী আমার স্বপ্নের ছবি। হৃদয়ের গভীর থেকে ভালোবাসা নিয়ে এই চরিত্রে কাজ করেছি। এই ছবির শুটিংয়ের আগে স্ক্রিপ্টটা যখন হাতে আসে সেটি যে কত বার যে পড়েছি তার কোনো ইয়ত্তা নেই। মহূয়া সুন্দরীর প্রেম উপখ্যান আমাকে এতটাই মুগ্ধ করেছিলো যে তার মধ্যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমার বিশ্বাস, মহূয়া সুন্দরী আমার ক্যারিয়ারের তুরুপের তাস হিসেবে কাজ করবে।’

পরী আরো বলেন, ‘মহুয়া সুন্দরীর গল্প থেকে অনুপ্রাণীত হয়ে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। এখানে দেখা যাবে যাত্রাদলের নায়িকা ছবি ‘মহুয়া’ চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে ‘মহুয়া’ ভাবতে শুরু করে। এদিকে যাত্রা দেখতে আসা জীবনও নিজেকে মহুয়ার প্রেমিক জমিদারবাবু ভাবতে শুরু করে। এরপর শুরু হয় স্বপ্নগাঁথা। দু’টো অবুঝ মনের প্রেমের কাব্য। ঘটতে থাকে নানা ঘটনা।’

এদিকে পরীমনির বিপরীতে অভিনয় করা সুমিত এই ছবি নিয়ে বলেন, ‘মহুয়া সুন্দরী এদেশের মানুষের খুব চেনা গল্প। এসব গল্প বারবার আমাদের নাড়ির টানকে স্পন্দিত করে। আমার বিশ্বাস ছবিটি বেশ ভালো সাড়া পাবে। ছবিতে নির্মাতা রওশন আরা নিপা আপা যেভাবে আমাকে চেয়েছেন সেভাবেই নিজেকে প্রেজেন্ট করা চেষ্টা করেছি।’

চলতি বছরের ২৪ জুলাই আনকাট সেন্সর ছাড়পত্র পায় মহুয়া সুন্দরী। সরকারি অনুদানে নির্মিত এই ছবি দিয়ে প্রযোজক হিসেবে অভিষেক ঘটছে পরীমনির। এতে পরী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, সুচরিতা, জয়রাজ, সুমিত, মিঠুসহ আরো অনেকে।

প্রসঙ্গত, গেল বছরের অক্টোবরে গাজীপুরের হোতাপাড়ায় শুরু হয়েছিল এ ছবিটির শুটিং।

ভিডিওতে দেখুন মহুয়া সুন্দরীর ট্রেলার :

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।