সোমালিয়ায় আল শাবাবের হামলা : নিহত ৪৩


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৭ আগস্ট ২০১৫

সোমালিয়ায় সামরিক বাহিনীর গাড়িবহরে জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় ৪৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৩০জন। বুধবার সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গেদো জেলার তুলো বারওয়াও গ্রামের কাছে এ হামলার ঘটনা ঘটে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। সিনহুয়া, রয়টার্স।

খবরে বলা হয়েছে, বুধবার সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গেদো জেলার তুলো-বারওয়াও গ্রামের কাছে একটি সামরিক বহরে হামলা চালায় শাবাব যোদ্ধারা। এ সময় সামরিক বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

সরকারি কর্মকর্তারা জানান, এ ঘটনায় শাবাবের ৩২যোদ্ধা ও ১১সেনাসদস্য নিহত হয়েছে। তবে আল শাবাবের পক্ষ থেকে শুধুমাত্র ১৯সেনাসদস্য নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে হামলার দায় স্বীকার করেছে শাবাব।

উল্লেখ্য, আল শাবাব যোদ্ধারা সোমালিয়ার দক্ষিণাঞ্চলের একটি বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। এছাড়া দেশটির সরকারকে ক্ষমতা থেকে হটাতে দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে এ গোষ্ঠীটি।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।