বন্ধুর শেষ ইচ্ছা পূরণ না করায় বেদনাহত ড. ইউনূস


প্রকাশিত: ১০:৩৩ এএম, ২৭ আগস্ট ২০১৫

জাপার একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মরদেহ দেখতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে যান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর ড. ইউনূস।

বৃহস্পতিবার বন্ধুর মরদেহ দেখার পর বেদনাহত ড. ইউনূস সাংবাদিকদের জানান, ‘কিছুদিন আগে বন্ধু কাজী জাফর তাঁর আত্মজীবনী বইয়ের মোড়ক উন্মোচনের জন্য প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করেছিলেন। কিন্তু বিদেশে প্রচুর প্রোগ্রাম থাকায় আমি অপারগতা প্রকাশ করি।’

স্মৃতিকাতর ড. ইউনূস সাংবাদিকদের জানান, ‘আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতাম। উনি রাজনীতি করতেন। আমি করতাম না। তবে তাঁর সঙ্গে সব সময় যোগাযোগটা হতো।’

ড. ইউনুস বলেন, যেহেতু একই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি, তাই তাঁর মৃত্যুতে অবশ্যই খারাপ লাগবে। তার শেষ ইচ্ছাটা পূরণ করতে পারলামনা এটাই দুঃখ থেকে গেলো।

অসুস্থ্য থাকায় কাজী জাফর তার আত্মজীবনী প্রকাশনা অনুষ্ঠান করতে পারেননি।  

বৃহস্পতিবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে মারা যান কাজী জাফর আহমদ।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।