সুগারমিলগুলোকে আধুনিক করার সুপারিশ


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ আগস্ট ২০১৫

দেশের সবগুলো সুগারমিলকে আধুনিক করে উন্নতমানের চিনি উৎপাদনের মাধ্যমে লোকসান কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তবে প্রথম দিকে কম পক্ষে একটি সুগার মিল আধুনিক করে তা মডেল হিসেবে তৈরির সুপারিশ করে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দশম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সদস্য মো. আব্দুর রাজ্জাক, হাবিবুর রহমান মোল্লা, বেগম ফাতেমা তুজ্জহুরা বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের সাতটি বিভাগে বিসিক এবং বিটাক প্রতিষ্ঠা করে এর উদ্যোগে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তি তৈরি করার জন্য সুপারিশ করা হয়। আঞ্চলিক অফিসগুলোকে বিকেন্দ্রিকরণের মাধ্যমে ক্ষমতায়ন করারও সুপারিশ করে স্থায়ী কমিটি।

বৈঠকে বিসিক এলাকায় গ্যাস সংযোগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কার্যকারী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।

শাহজালাল সারকারখানা প্রকল্পের সর্বশেষ অগ্রগতি ১ নম্বর সাব কমিটিকে সরেজমিনে পরিদর্শনের জন্যও সুপারিশ করে কমিটি।

সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) শিল্প নগরীর সমস্যা এবং সমাধান সম্পর্কে করণীয়, শাহজালাল সারকারখানা প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে পর্যালোচনা, কর্ণফুলি পেপার মিল লি., চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্সেল বাংলাদেশ ইনস্যুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেডের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অবশিষ্ট কার্যক্রম এবং বিভিন্ন সমস্যাবলী নিয়ে আলোচনা করা হয়।

এইচএস/একে/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।