পশ্চিমবঙ্গে জেএমবি সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

পশ্চিমবঙ্গের সাঁতরাগাছি রেলস্টেশন থেকে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ওই জেএমবি সদস্যের নাম আসিফ ইকবাল ওরফে নাদিম। তার বাড়ি রাজ্যের মুর্শিদাবাদ জেলায়।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার রাতে মুর্শিদাবাদের বাসিন্দা নাদিমকে সাঁতরাগাছি স্টেশন থেকে গ্রেফতার করা হয়।

২০১৭ সাল থেকে জেএমবির সঙ্গে যুক্ত নাদিম। চেন্নাই গিয়ে কৌসরের কাছে প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে এনআইএর হাতে ধরা পড়ে কৌসর।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, নাদিমকে আদালতে তোলা হলে তাকে ৫ মার্চ পর্যন্ত নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

এর আগে, গত শনিবার পশ্চিমবঙ্গের বাবুঘাট থেকে গ্রেফতার করা হয় আরিফুল ইসলাম ওরফে আরিফ নামে আরেক জেএমবি সদস্যকে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।