ব্রেক্সিট আর ইহুদিবিদ্বেষ, লেবার পার্টি ছাড়লেন সাত এমপি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

কট্টর বামপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত যুক্তরাজ্যের বিরোধী দলের নেতা জেরোমি করবিনের ব্রেক্সিট বিষয়ে অবস্থান ও ইহুদিবিদ্বেষের কারণে লেবার পার্টির সাত এমপি পদত্যাগ করেছেন। দলীয় নেতৃত্বে ব্যর্থতার অভিযোগও তুলেছেন তারা।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবার পার্টি থেকে পদত্যাগ করা ওই সাত এমপি হলেন, চুকা উমুন্না, লুসিয়ানা বার্জার, ক্রিস লেসলি, অ্যাঞ্জেলা স্মিথ, মাইক গ্যাপস, গ্যাভিন শুকার ও অ্যান কফে।

লুসিয়ানা বার্জার নামে পদত্যাগকারী এক এমপি বলেন, লেবার পার্টি প্রাতিষ্ঠানিকভাবে ইহুদিবিদ্বেষী হয়ে গেছে। দলের এমন অবস্থানে ব্রিটিশ ওই নারী এমপি যারপরনাই ‘বিব্রত ও লজ্জিত’ বলে জানান তিনি। দলের প্রধান জেরোমি করবিন অবশ্য বলছেন, এমপিদের এমন পদত্যাগে তিনি ‘হতাশ’ হয়েছেন।

ব্রেক্সিট প্রশ্নে দলীয় নেতা করবিনের সঙ্গে একমত নন ওই সাত এমপি। ব্রেক্সিট ছাড়াও করবিনের বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ এনেছেন তারা। তবে পদত্যাগী ওই সাত এমপি নতুন কোনো দল গঠন করবেন না বলেও জানিয়েছেন।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।