পুলওয়ামায় ফের জঙ্গি হামলায় ৪ সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ফের জঙ্গি হামলায় এক মেজরসহ চার ভারতীয় সেনা নিহত হয়েছেন। রোববার রাতে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালায় পুলিশ এবং সিআরপিএফ সদস্যরা।
পিঙ্গলান এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে বলে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গত বৃহস্পতিবার পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় সিআরপিএফ-এর কমপক্ষে ৪০ সদস্য নিহত হওয়ার পর নতুন করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধল।
বিজ্ঞাপন
পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তাবাহিনী। দুই জঙ্গিকে আটক করা হয়েছে। দু'পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়েছে। গত বৃহস্পতিবার যেখানে আত্মঘাতী হামলা হয়েছিল তার ঠিক ছয় থেকে আট কিলোমিটার দূরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ ঘটেছে।
ওই এলাকায় আরও দুই বা তিন জঙ্গি আত্মগোপন করে আছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দু'পক্ষের লড়াইয়ে এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
টিটিএন/এমকেএইচ