ডে কেয়ার সেন্টার স্থাপনে মেয়রদের কাছে জায়গা চাইলেন গভর্নর


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২৭ আগস্ট ২০১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) স্থাপনের জন্য ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রের কাছে জায়গা চেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বৃহস্পতিবার রাজধানীর দিলকুশার আলামিন সেন্টারে শিশু দিবাযত্ন কেন্দ্র ‘খেলাঘর’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী এবং বেসিক ব্যাংকের যৌথ উদ্যোগে খেলাঘরটি স্থাপন করা করা হয়েছে। লেখাঘরটির পরিচালনার দায়িত্বে রয়েছে ‘সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র’ নামের একটি বেসরকারি সংস্থা।

ঢাকার দুই মেয়রকে উদ্দেশ্য করে গভর্নর ড. আতিউর রহমান বলেন, রাজধানীর ঢাকায় সিটি করপোরেশনের অনেক জমি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। মেয়ররা যদি আমাদের এসব জমি দেয় তাহলে আমরা সেখানে ডে কেয়ার সেন্টার স্থাপন করতে পারবো। কারণ জমির অভাবে অনেক ব্যাংক ডে কেয়ার সেন্টার স্থাপন করতে পারছে না।

পুরুষদের ওপর নারীদের অর্থনৈতিক নির্ভরশীলতার কারণে নানা ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে আতিউর রহমান বলেন, এ অবস্থা থেকে মুক্তির একমাত্র পথ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সমান অংশগ্রহণ।

গভর্নর বলেন, একজন মা তার শিশুকে নিরাপদ আশ্রয়ে রাখার নিশ্চয়তা না পেলে কাজের জন্য ঘরের বাইরে যেতে পারেন না। এ কারণে কর্মজীবী মায়েদের সন্তানদের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা দরকার। এ ক্ষেত্রে দেশের ব্যাংকগুলোকেও এগিয়ে আসার আহ্বান জাননা তিনি।

অনুষ্ঠানে খেলাঘরের মহা-ব্যবস্থাপক সরদার নূরুল আমীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ব্যাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের প্রধান নির্বাহী ড. আব্দুস সালাম, সোনালী ব্যাংকের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ হোসেন, রূপালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ ও বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মো. ইকবাল প্রমুখ।

এসআই/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।