সেনাবাহিনীকে পাল্টা আক্রমণের ছাড়পত্র দিলেন মোদি
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হওয়ার ঘটনায় সেনাবাহিনীকে যেকোনো পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। নিরাপত্তাবাহিনীকে হামলার ঘটনায় যেকোনো সময়, যেখানেই হোক তাদেরকে ইচ্ছেমতো পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান মোদি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা নিরাপত্তাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমি সন্ত্রাসীগোষ্ঠী ও তাদের সহযোগী ও মদদদাতাদের বলতে চাই যে, তারা একটা বড় ভুল করেছে। আর তাদেরকে এর জন্য চরম মূল্য দিতে হবে। এই হামলার নেপথ্যে যারা আছে তাদের শাস্তির আওতায় আনবো আমরা।‘
তিনি দেশের অন্যান্য দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা এই সন্ত্রাসী হামলাকে রাজনীতিকরণ করবেন না। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে। তাদেরকে এই সুযোগ দেয়া যাবে না।’
মোদি আরও বলেন, দেশের সুরক্ষা ও সমৃদ্ধি এই দুই স্বপ্ন নিয়েই জওয়ানরা বেঁচে থাকে। যে জওয়ানরা প্রাণ হারিয়েছেন তাদের স্বপ্ন আমরা বিফল হতে দেব না। আমরা সমৃদ্ধির পথে এগিয়ে গিয়েই দেশকে সুরক্ষা প্রদান করব।
এসএ/আরআইপি