সরকারের পাশে রাহুল-মনমোহন, পাকিস্তানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৪৭ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৯

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সেনাবাহিনীর গাড়ি বহরে ভয়াবহ হামলার ঘটনায় মোদি সরকারের পাশে থাকার বার্তা দিয়েছেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ ওই হামলায় ৪৬ সেনা নিহত এবং আরও ৪১ সেনা আহত হয়েছেন। রাহুল গান্ধি বলেছেন, এই ধরনের হামলা চালিয়ে ভারতকে ভাঙা যাবে না। আমরা নিরাপত্তাবাহিনীর পাশেই আছি।

অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদীদের সঙ্গে কোনও রকম সমঝোতা করা হবে না। আমরা নিহত জওয়ানদের পরিবারের পাশে থাকব।

এছাড়াও অবিলম্বে জঙ্গিদের মদদ এবং নিরাপদ আশ্রয় দেওয়া বন্ধ করতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ওয়াশিংটন। পাকিস্তানের জইশ-ই-মুহাম্মদ ওই হামলার দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেছেন, পাকিস্তানের মাটিতে কার্যরত সব জঙ্গিগোষ্ঠীর কাজকর্ম বন্ধ করতে হবে। এর ফলে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবিরোধী বোঝাপড়া আরও মজবুত হবে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।