নোবেলজয়ী বিজ্ঞানী ম্যানফ্রেডের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

বিশিষ্ট বিজ্ঞানী ম্যানফ্রেড এইগেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। রসায়নে অসামান্য অবদানের জন্য ১৯৬৭ সালে যৌথভাবে নোবেল পুরস্কার পান তিনি।

অতি দ্রুত রাসায়নিক বিক্রিয়া সংক্রান্ত একটি গবেষণার জন্য তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। জার্মান বিজ্ঞানী এইগেনের গবেষণা রসায়ন শাস্ত্রে নতুন দিকের সন্ধান দিয়েছে।

১৯৭১ সালে জার্মানিতে তিনি ম্যাক্স প্ল্যাক ইনস্টিটিউট ফর বায়োফিজিক্যাল কেমিস্ট্রি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ম্যানফ্রেড এইগেনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ১৯২৭ সালে জার্মানির বোখামে জন্মগ্রহণ করেন ম্যানফ্রেড।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।