ইরানের ২ কোম্পানি ৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫১ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নতুন করে ইরানের দুই প্রতিষ্ঠান এবং নয়জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সম্পর্ক থাকার অজুহাতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অর্থ মন্ত্রণালয় আগেও আইআরজিসির সঙ্গে সম্পর্ক থাকাসহ আরো বেশ কিছু অজুহাত দেখিয়ে ইরানের বহু নাগরিক ও কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সম্প্রতি মার্কিন উপ-অর্থমন্ত্রী সিগাল ম্যান্ডেলকার আইআরজিসির বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র জাভেদ জারিফ। এর আগেও মার্কিন নিষেধাজ্ঞার নিন্দা করে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লাগামহীন হয়ে পড়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।