চিনি আমদানিতে শুল্ক বাড়ল
চিনি আমদানিতে ২০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক দিতে হবে ব্যবসায়ীদের। একই সঙ্গে পরিশোধিত ও অপরিশোধিত চিনি আমদানিতে নতুন ট্যারিফ মূল্য নির্ধারণ করছে সরকার। এর ফলে দেশীয় চিনি শিল্পগুলো সুরক্ষা পাবে। তবে এর ফলে বাড়তে পারে চিনির দাম। বুধবার এ নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নির্দেশ অনুযায়ী, পরিশোধিত চিনি প্রতি টন চারশ ডলার এবং অপরিশোধিত চিনির টনপ্রতি ট্যারিফ মূল্য তিনশ ২০ ডলার নির্ধারণ করা হয়েছে। এই ট্যারিফ মূল্যের ওপর ২০ শতাংশ সংরক্ষণমূলক শুল্ক আরোপ করা হয়েছে। এর সঙ্গে অপরিশোধিত চিনির ক্ষেত্রে টনপ্রতি দুই হাজার স্পেসিফিক ডিউটি ও পরিশোধিত চিনির ক্ষেত্রে সাড়ে চার হাজার টাকা স্পেসিফিক ডিউটি এবং চার শতাংশ অগ্রিম ভ্যাট (এটিভি) বহাল থাকবে।
এসএ/এএইচ/আরআইপি