মস্তিষ্কে অস্ত্রপচারের সময় কোরআন পাঠ, ভাইরাল ভিডিও

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৭ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

চিকিৎসকরা যখন অপারেশন রুমে প্রবেশ করেন তখন সাধারণত রোগীর স্বজনরা অনেক সময় কোরআন তিলাওয়াত করেন। তবে ভারতের রাজস্থানের আজমিরে দেখা গেল অন্য চিত্র। চিকিৎসকরা মস্তিষ্কে অস্ত্রপচার শুরু করেন তখন একজন রোগী কোরআন পাঠ করছেন; এমন একটি ভিডিও সামাজিকে যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : পাকিস্তানে পৌঁছেছে সৌদি যুবরাজের রহস্যময় পাঁচ ট্রাক

রাজস্থানের আজমিরের একটি বেসরকারি হাসপাতালে অপারেশনের সময় এ ঘটনা ঘটেছে। অস্ত্রপচারের সময় কোরআন পাঠকারী ওই রোগীর নাম আব্দুল। তিনি দীর্ঘদিন ধরে ব্রেইন টিউমারে ভুগছিলেন। যে কারণে তিনি শ্রবণশক্তি হারিয়ে ফেলছিলেন।

পরে তিনি এক নিউরোসার্জনের কাছে যান। যনি কোনো ধরনের জেনারেল অ্যানেস্থেসিয়া ছাড়াই আব্দুলের মস্তিষ্কে সফল অস্ত্রপচার করেন। পরে তাকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হয়।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।