যুক্তরাষ্ট্রের অচলাবস্থা এড়াতে নতুন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রে নতুন করে আরো একটি অচলাবস্থা এড়িয়ে যেতে একটি চুক্তিতে পৌঁছেছেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা। আইনপ্রণেতারা জানিয়েছেন, ওয়াশিংটনে একটি রুদ্ধদ্বার বৈঠকে সরকারের আরেকটি অচলাবস্থা এড়াতে সীমান্ত নিরাপত্তায় তহবিলের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা।

তবে এই চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে নথিভুক্ত নয় এমন অভিবাসীদের আটক করা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য তহবিল বরাদ্দকে কেন্দ্র করে আলোচনা থমকে গিয়েছিল।

শুরু থেকেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দ দাবি করে আসছেন ট্রাম্প। কিন্তু মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণকারী ডেমোক্রেট সদস্যরা ট্রাম্পের প্রস্তাবিত ৫৭০ কোটি ডলার অনুমোদন দেয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে আসছে।

অভিবাসী আটকের বিষয়ে ডেমোক্রেটরা চায় মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) ডিটেনশন সেন্টারগুলোতে যে পরিমাণ বিছানা আছে তা কমানো হোক এবং ভিসার মেয়াদ শেষের পরও যারা অবস্থান করছে তাদের বদলে যেসব অভিবাসীর বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে তাদের আটক করা হোক। কিন্তু এই প্রস্তাবে ট্রাম্পের সম্মতি ছিল না।

টেক্সাসের এল পাসোতে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, চুক্তি পড়ার এতো সময় তার কাছে নেই। তবে তিনি জোর দিয়ে বলেছেন, সহিংস অপরাধীদের গণমুক্তির বিষয়ে কোন চুক্তিতে তিনি স্বাক্ষর করবেন না।

মার্কিন সরকারের ফেডারেল এজেন্সিগুলো চালিয়ে নেয়ার জন্য শুক্রবারের মধ্যে এই বিলে অনুমোদন প্রয়োজন। গত মাসে হওয়া তিন সপ্তাহের চুক্তির সময়সীমা শুক্রবারই শেষ হয়ে যাবে। এর আগে একটানা ৩৫ দিন অচলাবস্থা কাটাতে হয়েছে ট্রাম্প সরকারকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই ছিল সর্বোচ্চ অচলাবস্থা। রিপাবলিকান সিনেটর রিচার্ড শেলবি গণমাধ্যমকে বলেন, আমরা একটি চুক্তিতে পৌঁছেছি।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।