তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২২ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৯

তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি আবাসিক এলাকায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার সেনা নিহত হয়েছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার আগে জরুরি অবতরণের চেষ্টা করছিল বলে জানিয়েছেন তুর্কি কর্মকর্তারা।

ঘটনাস্থল পরিদর্শন করে ইস্তাম্বুলের চেকমেকোই জেলার গভর্নর আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, একটি হাউসিং কমপ্লেক্সে ইউএইচ-১ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে ওই আবাসিক এলাকার কেউ হতাহত হয়নি।

এর আগেও ইউএইচ-১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। গত তিন মাসে এ নিয়ে ইস্তাম্বুল শহরের আবাসিক এলাকায় দু’বার ইউএইচ-১ হেলিকপ্টার বিধ্বস্ত হলো।

গত নভেম্বরে একটি ট্রেনিং মিশনে অংশ নেয়া একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে পাঁচ সেনা সদস্য ছিলেন। ইস্তাম্বুলে একটি আবাসিক এলাকার একটি ভবনের ছাদে কপ্টারটি বিধ্বস্ত হয়।

সোমবার বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটির চার সেনাকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে তারা এই ঘটনা তদন্ত করছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।