সানিয়াকে খেলরত্ন দেওয়ার ওপর আদালতের স্থগিতাদেশ


প্রকাশিত: ১১:৩০ এএম, ২৬ আগস্ট ২০১৫

খেলাধুলায় নিজ দেশের সর্বোচ্চ সম্মানজনক পদক রাজিব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ভারতীয় টেনিস কন্যা সানিয়া মির্জা। তবে প্যারালিম্পিয়ান গিরিশার আবেদনের ভিত্তিতে টেনিস তারকা সানিয়া মির্জাকে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল কর্ণাটক হাইকোর্ট।

২০১২ লন্ডন প্যারিলম্পিকে রূপো ও ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী গিরিশা দাবি করেন, পয়েন্ট সিস্টেম অনুযায়ী তিনিই এবারের রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের যোগ্যতম ক্রীড়াবিদ। নিজের যুক্তির স্বপক্ষে গিরিশা বলেছেন, ক্রীড়ামন্ত্রকের পারফরম্যান্স ভিত্তিক পয়েন্ট সিস্টেম অনুযায়ী তিনি বাকি ক্রীড়াবিদের টপকে ৯০ পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে আছেন, তাই তিনিই এবার দেশের সর্বোচ্চ ক্রীড়াসম্মানের যোগ্যতম ব্যক্তি। এমনকি পয়েন্ট সিস্টেম অনুযায়ী সানিয়া প্রথম দিকেই নেই বলে জানান গিরিশা।

প্যারালিম্পিয়ান আরও বলেন, `সানিয়া গ্র্যান্ডস্লামের মত পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু ২০১১ সালের পর থেকে মন্ত্রকের নতুন নিয়ম অনুযায়ী, কেবলমাত্র অলিম্পিক, প্যারালিম্পিক, এশিয়াড, কমনওয়লেথ গেমস, ও বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সই রাজীব খেলরত্নের জন্য বিবেচিত হবে।`

উল্লেখ্য, প্রথম ভারতীয় মহিলা হিসেবে মহিলাদের ডবলসে গ্র্যান্ডস্লাম জিতে ইতিহাস গড়েন সানিয়া। তাকে রাজীব গান্ধী খেলরত্ন দেওয়ার কথা কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রথমে প্রস্তাব করেছিল, সেই প্রস্তাবে সিলমোহর দেয় পুরস্কার কমিটি। সানিয়া পাচ্ছেন রাজীব খেলরত্ন, সেখানে গিরিশা পাচ্ছেন অর্জুন পুরস্কার।

এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।