রাজস্থানে সোয়াইন ফ্লুতে মৃতের সংখ্যা ১০৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৯

ভারতের রাজস্থান প্রদেশে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। রোববার আরও ৮৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯শ ছাড়িয়ে গেছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

নাগাউর এবং বিকান এলাকায় সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরও দু'জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফলে পুরো রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন।

কোটা জেলায় সর্বাধিক ১৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। এ ছাড়া উদয়পুর, বারমের, প্রতাপগড়, হনুমানগড়, আজমেঢ় এলাকায়ও বহু মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোয়াইন ফ্লুতে আক্রান্ত ব্যক্তির কাশি, হঠাৎ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, পেশির খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়। তবে মারাত্মক আকার ধারণ করলে নিউমোনিয়া, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়া, এমনকী মৃত্যু পর্যন্ত হতে পারে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।