পবিত্র কা’বা দর্শন ও প্রবেশের দোয়া


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৬ আগস্ট ২০১৫

হজের মূল কেন্দ্রস্থল হচ্ছে বাইতুল্লাহ। হজ ও ওমরা পালনে ইতোমধ্যে ছাব্বিশ হাজার হাজি মক্কা ও মদিনায় অবস্থান করছেন। বাকিরা যাওয়ার অপেক্ষায়। সব হাজিদের মক্কা শরীফ যেয়ে পবিত্র বাইতুল্লাহয় হজের রুকন সমূহ আদায় করবে। হজে গমনকারীদের জন্য বাইতুল্লাহ দর্শন এবং প্রবেশের দোয়া তুলে ধরা হলো-

বাইতুল্লাহ দর্শনের দোয়া
কা’বা তথা বাইতুল্লাহ দেখামাত্রই দু’হাত উচ্চ করে এই দোয়াটি পড়বে। যা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পড়েছিলেন


উচ্চারণ- আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম, ফাহাইয়্যেনা রাব্বানা বিসসালাম।

অর্থ- হে আল্লাহ! আপনি শান্তি, আপনার থেকেই শান্তি আসে। অতএব হে আমাদের প্রতিপালক! আমাদেরকে শান্তির সঙ্গে বাঁচিয়ে রাখুন।

বাইতুল্লায় প্রবেশের দোয়া
কা’বা তথা বাইতুল্লায় প্রবেশের সময় প্রথমে ডান পা রেখে এই দোয়া পাঠ করবে-


উচ্চারণ-
আল্লাহুম্মা ছাল্লি আ’লা মুহাম্মাদিওওয়াসাল্লিম, আল্লাহুম্মাফ তাহলি আবওয়াবা রাহমাতিকা।

অর্থ- হে আল্লাহ! আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন। হে আল্লাহ! আপনি আমার জন্য রহমতের দরজা খুলে দিন। (আবু দাউদ)

বাইতুল্লায় প্রবেশের দ্বিতীয় দোয়া


উচ্চারণ-
আউজুবিল্লাহিল আযিম ওয়া বি ওয়াঝহিল কারিম ওয়া বিসুলতানিহিল ক্বাদিমি মিনাশ শায়ত্বা নিররাঝিম।
অর্থ- আমি মহিয়ান গরিয়ান আল্লাহ এবং তাঁর চেহারা ও চিরন্তন কর্তৃত্বের মাধ্যমে আশ্রয় প্রাথর্ণা করছি বিতাড়িত শয়তানের ক্ষতি হতে।
এই দোয়াটির ফলাফল-

উক্ত দোয়াটি পাঠ করলে শয়তান বলে, লোকটি সারাদিন আমার ক্ষতি হতে নিরাপদ হয়ে গেল। (আবু দাউদ, মিশকাত)

হে আল্লাহ! প্রত্যেকটি মানুষকে হজের তাওফিক দান করুন। এই দোয়া বাইতুল্লায় গিয়ে পাঠ করার সুযোগ শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন। আমিন।

জাগোনিউজ২৪.কমের সঙ্গে থাকুন। ওমরা ও হজের ধারাবাহিক আলোচনা পড়ুন। কুরআন-হাদিস মোতাবেক আমলি জিন্দেগি যাপন করে আল্লাহর নৈকট্য অর্জন করুন। আমিন, ছুম্মা আমিন।

এমএমএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।