মসজিদে হামলায় কানাডীয় যুবকের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৯

কানাডার কিউবেক শহরের একটি মসজিদে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যার দায়ে এক কানাডীয় যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ৪০ বছর কারাগারে কাটানোর আগে তিনি প্যারোলে মুক্তির জন্য আবেদন করতে পারবেন না।

২০১৭ সালে ২৯ জানুয়ারি রাতে কিউবেকের একটি ইসলামিক কালচারাল সেন্টারে প্রবেশ করে নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেন ওই ২৯ বছর বয়সী আলেকজান্ডার বিসোনেতে (২৯)। ওই ঘটনায় ছয়জন নিহত এবং আরও পাঁচজন গুরুতর আহত হন।

তাকে দেড়শ বছরের কারাদণ্ড দেয়ার আহ্বান জানিয়েছিলেন সরকারি প্রসিকিউটররা। ফলে এটাই হতো কানাডার ইতিহাসে সর্বোচ্চ কারাদণ্ডের ঘটনা হতো।

আলেকজান্ডার বিসোনেতের সাজার ঘোষণা দেয়ার সময় কিউবেকের সর্বোচ্চ আদালতের বিচারক বলেন, সাজা কখনোই প্রতিহিংসাপরায়ন হতে পারে না।

গত বছরের মার্চে নিজের অপরাধ স্বীকার করে নেন আলেকজান্ডার বিসোনেতে। তিনি বলেন, আমি যা করেছি তার জন্য আমি লজ্জিত। সে সময় আদালতে দাঁড়িয়ে তিনি বলেন, আমি সন্ত্রাসী নই এবং আমার মধ্যে ইসলাম নিয়ে কোন ভয়-ভীতিও নেই।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।