বাংলাদেশের ক্রিকেটে মুগ্ধ আইসিসি


প্রকাশিত: ০৮:৩৫ এএম, ২৬ আগস্ট ২০১৫

বাংলাদেশ তথা উপমহাদেশে ক্রিকেট খেলা কতটা জনপ্রিয় তার উদাহরণ হিসেবে মঙ্গলবার আইসিসির অফিসিয়াল ফেসবুক পাতায় এই ছবি আপলোড করা হয়। তাতে দেখা যায় মেঘে ঢাকা আকাশের নিচে একদল কিশোর ক্রিকেট খেলছে। বৃষ্টিও তাদের রুখতে পারছে না।
 
এই ছবিটি দেখে মুগ্ধ আইসিসি ছবিটির সাথে ক্যাপশন লিখেছে ‘বৃষ্টি কি থামিয়ে দিবে খেলা? ব্রহ্মপুত্র নদের তীরে মেঘ বৃষ্টিকে উপেক্ষা করে ক্রিকেট খেলে যাচ্ছে একদল কিশোর। শট অব দ্যা ডে।’

বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের তীরে তোলা এই ছবিটি আপলোডের পর থেকেই ভাইরাসের মত ছড়িয়ে পড়েছে অসংখ্য ক্রিকেটভক্তদের ফেসবুক ওয়ালে। ইতিমধ্যেই ছবিটিতে প্রায় পঞ্চাশ হাজার লাইক ছাড়িয়েছে। বাংলাদেশ, ভারত এবং অন্যান্য ক্রিকেটখেলুড়ে দেশের ভক্তরাও ছবিটিতে নানারকম প্রশংসামূলক মন্তব্য করছেন।

আরটি/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।