হাসপাতাল থেকে আবারও জেলে নওয়াজ শরীফ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

অসুস্থতার জন্য কিছুদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে পূর্বাঞ্চলীয় লাহোর শহরের কোট লাখপাত কারাগার থেকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই তার মেডিকেল চেক-আপ এবং বিভিন্ন পরীক্ষার পর চিকিৎসা দেয়া হচ্ছিল।

ছয়দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার তাকে আবারও জেলে পাঠানো হয়েছে। নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার লাহোরের একটি সরকারি হাসপাতালের বাইরে থেকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, সরকার তার বাবার অসুস্থতাকে গুরুত্ব দিচ্ছে না। সে কারণে তার বাবার অনুরোধেই তাকে কোট লাখপাত জেলে পাঠানো হয়েছে।

তিনি জানান, ৬৯ বছর বয়সী নওয়াজ শরীফকে গত শনিবার থেকে চিকিৎসা দেয়া হচ্ছিল। কিন্তু সরকার তার শারীরিক অবস্থা নিয়ে মজা নিচ্ছে। তারা কোন গুরুত্ব দিচ্ছে না।

মরিয়ম বলেন, সবাই জানেন যে, তার হৃদযন্ত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। কিন্তু তারপরেও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকার তাকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তর করেছে।

তাকে যে হাসপাতালে রাখা হয়েছিল সেখানে কোন হৃদযন্ত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ছিল না। ফলে তার জীবন ঝুঁকিতে ছিল। বাবার যদি কোন কিছু হয় তবে এর দায়ভার প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে নিতে হবে বলেও হুমকি দিয়েছেন মরিয়ম নওয়াজ। তার দল থেকে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানোর জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।

দুর্নীতির অভিযোগে কারাভোগ করছেন এই সাবেক প্রধানমন্ত্রী। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত বছর তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। সর্বশেষ গত বছর নির্বাচনে অংশ নিতে দেশে ফেরার পরেই তাকে গ্রেফতার করা হয়।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।