ইতালিতে বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা উদ্ধার

জমির হোসেন
জমির হোসেন জমির হোসেন , ইতালি প্রতিনিধি ইতালি
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯

ইতালির রোম শহরে অবস্থিত চামপিনো বিমানবন্দর থেকে ৭৫ কেজি ওজনের তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। আফফারি ইতালিয়ানি আইটি সুত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে বিমানবন্দর এলাকায় মেরামত কাজ করতে গিয়ে শ্রমিকরা মাটির নিচে এই বোমাগুলোর সন্ধান পায়।

পরে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দিলে বোমা তিনটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। বোমা তিনটি জার্মানের তৈরী। এগুলো দ্বিতীয় বিশ্ব যুদ্ধে ব্যবহৃত হয়েছিল বলে জানানো হয়েছে।

বোমাগুলো উদ্ধার করার পরপরই বিমানবন্দরের সমস্ত ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়। যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়তে দেখা যায়। তবে পরে আবার বিমানবন্দর খুলে দেয়া হয় এবং স্বাভাবিকভাবেই সব কার্যক্রম শুরু হয়েছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।