বান্দরবানে বিজিবি ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নায়েক গুলিবিদ্ধ


প্রকাশিত: ০৬:১৩ এএম, ২৬ আগস্ট ২০১৫
ফাইল ছবি

বান্দরবানের থানচি উপজেলার বড়মোদক এলাকায় বিজিবি ক্যাম্পে গুলি চালিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা।

এসময় সন্ত্রাসীদের গুলিতে জাকির হোসেন নামে বিজিবির এক নায়েক আহত হয়েছেন। তার বাম হাতে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকায় গোলাগুলির এই ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর দুপুর ১টার দিকে ঘটনাস্থলে হেলিকপ্টারযোগে অতিরিক্ত বিজিবি সদস্য ও সেনাসদস্য পাঠানো হয়েছে। সেনাসদস্যরা ওই এলাকায় হেলিকপ্টারযোগে টহল শুরু করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, বিজিবি সদস্যরা মঙ্গলবার আরাকান আর্মির মালামাল বহনের কাজে ব্যবহৃত ১৩টি ঘোড়া আটক করে। এরই জের ধরেই বুধবার সকালে এই গোলাগুলি শুরু হয়।

এ ঘটনার পর ওই সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। বিজিবি সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এসএস/ এআরএস/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।