গান্ধীর কুশপুতুলে গুলি করে নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:২৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৯

ব্রিটিশ শাসনবিরোধী অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর কুশপুতুলে গুলির অপরাধে ভারতে গ্রেফাতার হয়েছেন এক নারী। ওই নারী কট্টর হিন্দু গোষ্ঠী হিন্দু মহাসভার নেত্রী।

ঘটনার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে তাকে গ্রেফতার করা হয়। ফুটেজে দেখা গেছে, পূজা পাণ্ডে নামের কট্টর ওই হিন্দু নেত্রী প্রথমে গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের একটি ছবিতে মালা পরাচ্ছেন, এবং তারপরই গান্ধীর কুশপুতুলেয় একটি পিস্তল দিয়ে গুলি করছেন। পরে কুশপুতুলটিতে আগুনও ধরিয়ে দেয়া হয়।

পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এখন পর্যন্ত তারা ৯ জনকে গ্রেপ্তার করেছে। আরও দু’জনকে খোঁজা হচ্ছে।

১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি ভারতের স্বাধীনতার পরপরই হিন্দু মহাসভা কর্মী নাথুরাম গডসে খুব কাছ থেকে গান্ধীর বুকে পর পর তিনটি গুলি করে তাকে হত্যা করে। তখন থেকেই কট্টর হিন্দু অনেক গোষ্ঠী খোলাখুলি নাথুরাম গডসের প্রশংসা করে। প্রতিবছর ৩০ জানুয়ারিতে তার সম্মানে অনুষ্ঠানও করা হয়।

২০১৫ সালে হিন্দু মহাসভা দক্ষিণের কর্ণাটক রাজ্যের ছয়টি জেলায় গডসের মূর্তি স্থাপনের পরিকল্পনা করলে তা নিয়ে তীব্র প্রতিবাদ হয়।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।