বিলবোর্ড উচ্ছেদের নির্দেশ অন্যায় ও এক তরফা


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ২৬ আগস্ট ২০১৫

অন্যায় ও এক তরফাভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে বিলবোর্ড উচ্ছেদ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বনির্ধারিত মানববন্ধন কর্মসূচিতে থেকে তারা এ অভিযোগ করেন।

তারা বলেন, বিভিন্ন ফন্দি-ফিকির করে বৈধ বিলবোর্ডও উচ্ছেদ অভিযানের কারণে এই শিল্পের সঙ্গে জড়িত পেশাজীবীদের জীবিকা হুমকির মুখে পড়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় ও আবাসিক ভবনের ছাদে বাৎসরিক ভাড়ার ভিত্তিতে বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি বিজ্ঞাপন বোর্ড স্থাপন ও প্রচার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে এই শিল্প উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। স্বাধীনতা পর থেকে এই আউটডোর বিজ্ঞাপন ব্যবসা ধীরে ধীরে আজ একটি শিল্পে পরিণত হয়েছে। বর্তমানে কোটি কোটি টাকার বিনিয়োগকৃত এই শিল্প ব্যবসায়ী, শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবার পরিজনসহ লক্ষ লক্ষ মানুষ জড়িত।



মানববন্ধনে অ্যাসোসিয়েশনের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন মেয়রের সঙ্গে সরাসরি আলোচনা করলে তারা এক মাস সময় বেঁধে দেন এবং যৌথভাবে আলোচনার সিদ্ধান্ত দেন কিন্তু আলাপ আলোচনা ছাড়াই বিলবোর্ড উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। আলোচনার ভিত্তিতে একটি যৌক্তিক সমাধানে প্রস্তাব দিলেও মেয়রদ্বয় বিষয়টি আমলে নিচ্ছেন না। ফলে দীর্ঘ ৪৫ বছর ধরে চলে আসা আউটডোর বিজ্ঞাপন শিল্পখাতে বিনিয়োগকারীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের (সিটি কর্পোরেশন) এই সিদ্ধান্তের কারণে অনেক ব্যবসায়ী পথে বসে যাবেন। অনেকে ঋণখেলাপি হবে বেকার হয়ে পড়বে।

তারা আরো জানান, দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের প্রসার ঘটাতে সাধারণ মানুষের কাছে দৃষ্টি-নন্দন এসব বিজ্ঞাপন বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে। দীর্ঘ প্রায় ৪৫ বছরে ধরে আস্তে আস্তে আউটডোর বিজ্ঞাপণ ব্যবসা শিল্পে পরিণত হয়েছে। সিটি কর্পোরেশনও এ খাত থেকে বিপুল পরিমাণ রাজস্বও আয় করছে।

এ সময় সকল পক্ষের সমন্বয়ে একটি কমিটি গঠন করে বর্তমানে স্থাপিত ইউনিপোলের ৩০ শতাংশ কমিয়ে ফেলার ব্যবস্থা করে অবশিষ্ট ৭০ শতাংশ আগামী দুই বছর সময় দিয়ে অপসারণ করা যেতে পারে এই প্রস্তাবনা জানিয়ে ঢাকা শহরের বিভিন্ন বিল্ডিং এর ছাদ ও দেয়ালে স্থাপিত বিজ্ঞাপন বিলবোর্ডসমূহ নির্দিষ্ট সাইজ ও কাঠামোতে এনে প্রদর্শিত বিজ্ঞাপন নিয়মিত করলে টালমাটাল অবস্থার অবসান ঘটবে বলেও যুক্ত করেন তার।



এছাড়া সমন্বয় কমিটির মাধ্যমে একটি সুষ্ঠু-সুন্দর ও পূর্ণাঙ্গ নীতিমালা প্রনয়ণ এবং ভবিষ্যতে বিজ্ঞাপন ফলক বরাদ্দ দেয়ার ক্ষেত্রে সমন্বয় কমিটি প্রণিত নীতিমালা অনুসারে বরাদ্দ দেয়ার সুপারিশ এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের কাছে সহায়তা চেয়েছেন আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মাদ রাসেল, দফতর সম্পাদক মিজানুর রহমান, সমন্বয়কারী রাশেদুজ্জামান খান, সদস্য সোহরাব হোসেন প্রমুখ।

আএসএস/এসএ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।