সুইপার পদে আবেদন ৪৬০০ প্রকৌশলীর
চাকরি যেন সোনার হরিণ। উচ্চতর ডিগ্রি অর্জন করেও এই সোনার হরিণের দেখা পাচ্ছেন না। সে কারণেই নিম্নস্তরের চাকরিতে আবেদন করতেও পিছপা হচ্ছে না ডিগ্রিধারীরা।
ভারতের তামিল নাড়ুতে সম্প্রতি সুইপার এবং স্যানিটারি কর্মী পদে কয়েক হাজার উচ্চতর ডিগ্রিধারী আবেদন করেছেন। প্রকৌশলী, স্নাতকোত্তর, এম. টেক, বি. টেক এবং এমবিএ অর্জন করেছেন এমন প্রায় চার হাজার ৬শ জন তামিল নাড়ুর সচিবালয়ের সুইপার এবং স্যানিটারি কর্মী পদের জন্য আবেদন করেছেন।
সুইপার পদে ১০ জন এবং স্যানিটারি কর্মী পদে চারজন নেয়া হবে। অথচ এই ১৪টি পোস্টের জন্যই কয়েক হাজার ডিপ্লোমাধারীকে রীতিমত যুদ্ধ করতে হচ্ছে।
গত বছরের সেপ্টেম্বরের ২৬ তারিখে সচিবালয়ের তরফ থেকে এই দুই পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আগ্রহীদের আবেদন করার জন্য আহ্বান করা হয়।
এসব পদে শারীরিকভাবে সুস্থতাকেই একমাত্র যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বয়সসীমা উল্লেখ করা হয়েছে ১৮ বছর। আবেদনপত্র জমা হওয়ার পর ৬৭৭টি আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
টিটিএন/জেআইএম