পাট চাষে সফলতার মুখ দেখছেন রাজশাহীর চাষিরা
রাজশাহীর মাঠে মাঠে এখন পাট কাটা, জাগ দেয়া এবং শুকানো নিয়ে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। জেলার বিভিন্ন বাজারে পাটের বেচাকেনা চলছে পুরোদমে। গত দু’বছর লোকসান গুণলেও এবার পাটের দাম অনেকটা ভাল বলে জানিয়েছেন চাষি, ব্যবসায়ী ও সংশিষ্টরা।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, এ বছর জেলার বিভিন্ন উপজেলায় লক্ষমাত্রার চেয়ে বেশি পাটের আবাদ হয়েছে। ১১ হাজার ২৬০ হেক্টর জমিতে এবার পাটের আবাদ করা হয়েছে এবং চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৫১৭ হেক্টর। অনুকূল আবহাওয়া এবং ভালো দাম পাওয়ায় এ বছর কৃষকেরা অনেক বেশি জমিতে পাট চাষ করেছেন।
এছাড়া এ বছর উপযুক্ত বৃষ্টিপাত হওয়ায় সেচের প্রয়োজন হয়নি। ফলে সেচ ও জাগ দিতে পানি না কেনায় কৃষকের একটু বাড়তি লাভ হচ্ছে। অন্যান্য বছরে দেখা যায় সেচ ও জাগ দেয়া পানি নিতেই বিঘা প্রতি ২ হাজার টাকা কৃষকের বাড়তি গুণতে হতো। আবার বাজারে পাটের দাম গত বছরের থেকে এবার মণ প্রতি ৪শ টাকা বেশি।
নওহাটা বাজারে পাট বিক্রি করতে আসা পবা উপজেলার চৌবাড়িয়া গ্রামের আজিজুল জাগো নিউজকে বলেন, গত বছর পাট চাষ করে লাভ হয়নি। এবারে কিছু হলেও লাভ হবে। এবার তিনি ৪ বিঘা জমিতে পাট চাষ করেছেন। বাজারে প্রতি মণ পাটের দাম ১৫শ থেকে ১৭শ টাকা।
এ বিষয়ে রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক হযরত আলী জাগো নিউজকে বলেন, বর্তমানে পাটের দাম থাকায় ভাল লাগছে। কৃষকের লাভ হবে। এবারে পাট পরিপক্ক হওয়ায় উৎপাদন ভাল হচ্ছে। ওজনও ভাল পাচ্ছেন। সব মিলিয়ে পাট চাষে কৃষকরা লাভের মুখ দেখছেন।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস