মুদ্রাবাজার পরিস্থিতি পর্যালোচনা করেছেন মোদি
সারাবিশ্বে স্টক মার্কেটে মন্দাভাবের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের স্টক মার্কেট ও মুদ্রাবাজার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী অরুন জেটলি এমনটাই জানিয়েছেন।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদি বিশ্বব্যাপী সংকটকে ভারতের জন্য সুযোগে রূপান্তরে পদক্ষেপ গ্রহণের পক্ষে। প্রধানমন্ত্রী মতপ্রকাশ করেছেন যে, ভারতের অর্থনীতিকে আরো শক্তিশালী করতে আরো পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে।
জেটলি বলেন, সরকার গভীরভাবে বিশ্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সরকার আরবিআই ও এসইবিআই’র সঙ্গে বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। তিনি জোর দিয়ে বলেন, ভারতের অভ্যন্তরীণ পরিস্থিতি জোরালো রয়েছে।
দেশে কোনো পেমেন্ট সংকট নেই উল্লেখ করে বলেন, এ ক্ষেত্রে কোনো বেইল-আউট প্যাকেজের প্রয়োজন নেই। সরকার কবে বাজারে হস্তক্ষেপ করবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে এবং প্রয়োজন হলেই পদক্ষেপ নেয়া হবে।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সোমবার ভারতের মার্কেটের সূচক ১ হাজার ৬২৫ পয়েন্ট কমে গিয়ে ২৫ হাজার ৭৪২-এ দাঁড়িয়েছে। এতে বিনিয়োগকারীরা গত সোমবারই ৭ লাখ কোটি রুপি হারিয়েছেন।
আরএস/এমএস