যুক্তরাজ্যে বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৪ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাজ্যের স্টামফোর্ড শহরের একটি বাড়িতে আগুন লেগে চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ।

টেলিগ্রাফের প্রতিবেদনে অনুযায়ী স্টামফোর্ড পুলিশের মুখপাত্র জানিয়েছেন, স্থানীয় সময় রাত পৌনে তিনটার দিকে শহরের একটি বাড়িতে আগুন লেগেছে বলে তারা খবর পায়। ঘটনাস্থলে তাদের দমকল বাহিনী দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

স্টামফোর্ড পুলিশের ওই মুখপাত্র বলেন, ‘বাড়িটিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু এটা খুব বড় দুঃখের সংবাদ যে, আমরা বাড়ি থেকে চারটি শিশুর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছি। তাছাড়া আরও দু’জন বয়স্ক ব্যক্তি ও দুটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।’

তিনি আরও জানান, বাড়িটিতে কেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করছে স্টামফোর্ডের দমকল ও উদ্ধারকর্মীরা। জেসন স্টোনস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, তারা হঠাৎ ওই বাড়ি থেকে বিষ্ফোরণের শব্দ শুনতে পান।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।