বর্ণিল আয়োজনে লুনার নববর্ষ পালন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

বর্ণিল সব আয়োজনে লুনার নববর্ষ পালন করছেন বিশ্বের ১০০ কোটিরও বেশি মানুষ। লুনার নববর্ষের মাধ্যমে মূলত চীনের নতুন বছরের সূচনা হয়। চীনের রাশিচক্রে ১২টি প্রতীক রয়েছে। প্রতি বছরই এই প্রতীকগুলো ঘুরে ফিরে আসে।

New-Year-2

এ বছর শুরু হয়েছে পিগ বা শূকরের প্রতীক দিয়ে। এর আগে ২০০৭, ১৯৯৫ এবং ১৯৮৩ সালেও পিগের প্রতীক দিয়েই শুরু হয়েছিল। পিগকে আশাবাদ, উদ্যম এবং পরিশ্রমের প্রতীক হিসেবে বিবেচনা করেন চীনারা।

New-Year-7

নববর্ষ উপলক্ষে বিভিন্ন দেশ থেকে নিজেদের দেশে ফিরেছেন চীনা নাগরিকরা। এই নববর্ষকে কেন্দ্র করেই বিশ্বের সবচেয়ে বৃহত্তম অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। কারণ চীনের যেসব নাগরিকরা অভিবাসী হিসেবে অন্য দেশে থাকেন তাদের বেশিরভাগই নববর্ষের এই দিনগুলো পালনের জন্য পরিবারের কাছে ফিরে আসেন।

New-Year-4

লুনার নববর্ষকে বসন্ত উৎসবও বলা হয়। এশিয়ার বিভিন্ন দেশেই এই উৎসব পালিত হয়ে থাকে। লুনার নববর্ষ উপলক্ষে আতশবাজি, বিশেষ কাপড় পরিধান, লাল লণ্ঠন জ্বালানো, প্রচুর খাবার-দাবারের আয়োজনসহ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করা হয়।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।