নড়াইলে প্রাণ আপ সুলতান উৎসব শুরু বুধবার


প্রকাশিত: ০৩:০৮ পিএম, ২৫ আগস্ট ২০১৫

নড়াইলে বুধবার থেকে শুরু হচ্ছে প্রাণ আপ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী উৎসব।

চার দিনব্যাপী এ উৎসব নড়াইলের জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন ও এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের আয়োজনে এবং প্রাণ আপ, শরীফ ফাউন্ডেশন, ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও ওয়ান ব্যাংক লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হবে।

এ উৎসবে বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে দেশি-বিদেশি চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, শিশু শিল্পীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুলতান উৎসব, আলোচনা সভা, সাঁতার প্রতিযোগিতা, চিত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে চার দিনব্যাপী এ সুলতান উৎসবে নড়াইলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশ নেবে। এছাড়া প্রতিদিনই থাকবে বরেণ্য এ শিল্পীর জীবন ও কর্মের ওপর সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বুধবার থেকে শুরু হওয়া চারদিনের এ উৎসব উদ্বোধন করবেন নড়াইলের জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।

এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, সুলতান উৎসব উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাশে সবুজ শ্যামল ছায়া ঘেরা মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এস এম সুলতান। তার পিতা মো. মেছের আলি মাতা মোছা. মাজু বিবি।

গুণী এই চিত্রশিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্ষ্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পান।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সমারিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

 

একে
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।