রাজধানীতে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান ও মলম পার্টি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা ও অপরাধ তথ্য (দক্ষিণ) বিভাগ।
সোমবার দিনগত ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো- মো. ওলি উল্লাহ ওরফে অলি, মো. শহিদুল ইসলাম ওরফে ছোট শহীদ ও মো. মিজানুর রহমান।
গ্রেফতারকালে তাদের কাছ হতে অজ্ঞান করার নেশাজাতীয় ২০০টি এটিভেন-২ ট্যাবলেট এবং একটি ছিনতাই করা সিএনজি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র উপ-কমিশনার(মিডিয়া) মুনতাসিরুল ইসলাম।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা মহানগরীর বিভিন্ন এলাকায় শরবত ও চা বিক্রেতা হিসেবে ভাসমান দোকান বসিয়ে সুযোগ বুঝে চা এবং শরবতের সাথে ট্যাবলেট মিশিয়ে খাইয়ে অজ্ঞান করে টাকা, পয়সা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। তাদের টার্গেট মূলত সিএনজি ও অটোরিক্সা চালকরা।
জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করে তারা এ কাজ করে আসছিল। মূলত ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে তারা তৎপর হয়।
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মাশরুকুর রহমান খালেদের নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব আল মাসুদের তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আমিনুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
জেইউ/একে