মুচলেকা দিয়ে ছাড়া পেল ছাত্রলীগের ৩ কর্মী


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২৫ আগস্ট ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মুচলেকা দিয়ে ছাড়া পেল তিন ছাত্রলীগ কর্মী। ছাড়া পাওয়া তিন ছাত্রলীগ কর্মী ঢাকা কলেছজের ছাত্র। মঙ্গলবার বিকেলে রাজধানীর নিউমার্কেট থানায় ঢাকা কলেজের শিক্ষক ও কলেজ শাখা ছাত্রলীগ নেতাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাওয়া ও থানায় মুচলেকা দিলে ছাড়া পায় তারা

এসময় ঢাকা কলেজ শিক্ষকদের উপস্থিতিতে কলেজ শাখা ছাত্রলীগ নেতাদের নীলক্ষেত ও নিউমার্কেটের বিভিন্ন দোকানে ফাউ খাওয়া ও টেন্ডারবাজি বন্ধ করতে নির্দেশ দেন নিউমার্কেট থানার তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। তিনি বলেন, আপনারা এসব অপকর্ম বন্ধ করেন। নতুবা সামনে আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

এদিকে, সোমবার রাতে এ ঘটনায় দায়ী মুল হোতা ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়াকে ধরে এনে সাংবাদিকদের হাতে সোপর্দ করে ঢাকা কলেজের ছাত্রলীগ নেতারা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীসহ সাংবাদিক সমিতির সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক লালন মাহমুদ ওই ছাত্রলীগ কর্মীকে নিউমার্কেট থানা পুলিশে সোপর্দ করে।

উল্লেখ্য, গত শনিবার রাত দশটার দিকে নীলক্ষেত মোড়ের আল-আমিন হোটেলে রাতের খাবার খেতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত কয়েকজন সাংবাদিক। এসময় কোন কিছু বুঝে উঠার আগেই তাদের উপর অতর্কিত হামলা চালায় ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মীরা। এতে ঢাবির তিন সাংবাদিকসহ দুই সাধারণ শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর রাত ১২টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসে দোষীদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন। তারা ঢাকা কলেজের বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগ নেতাদের ডেকে ঢাকা কলেজের শিক্ষার্থী সাজু ও বহিরাগত কাজী জুয়েল নামে দুইজনকে আটক করে পুলিশের দেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক লালন মাহমুদ বলেন, মানবিকতার দিক বিবেচনা করে ও মুচলেকা দেয়ায় তাদের ছেড়ে দেয়া হয়েছে। আমরা আশা করবো তারা ভবিষ্যতে এ ধরণের অপরাধে নিজেদের আর জড়াবেনা।

 

এমএইচ/এএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।