প্রতিশ্রুত কোনো প্রকল্প শুরু করতে পারেনি মন্ত্রণালয়
চলতি অর্থ বছরে প্রতিশ্রুত ১১ প্রকল্পের মধ্যে কোনো প্রকল্পের কাজে এখনো শুরু করতে পারে নি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। তবে জুলাই মাসের বেতন ভাতা বাবদ ব্যয় হয়েছে ২ কোটি ৯৫ লাখ টাকা।
মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ওপর বাস্তবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের(আইএমইডি) প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কাজী কেরামত আলী। কমিটি সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট রহমত আলী, মো. শহীদুজ্জামান সরকার, এ, কে, এম শাহজাহান কামাল, মীর মোস্তাক আহমেদ রবি বৈঠকে অংশনেন।
সংসদীয় কমিটিতে উত্থাপিত প্রতিবেদনে জানানো হয়, এ মন্ত্রণালয়ের অধিকাংশ প্রকল্পই ক্রয় ও নির্মাণাধীন রয়েছে। এছাড়া গত অর্থ বছরে মন্ত্রণালয় দুইটি প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ করেছে মন্ত্রণালয়। প্রতিশ্রুতি দেয়া একটি প্রকল্পের বাস্তবায়ন চলমান রয়েছে। বিগত ঘূর্ণিঝড় সিডরের আঘাতে ক্ষতিগ্রস্থ বাঁধ ও অবকাঠামোসমূহ পুনঃনির্মাণ ও মেরামত প্রকল্পের যে প্রতিশ্রুতি রয়েছে সেটি পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন রয়েছে।
বৈঠকে জানানো হয় যে, ১০ম জাতীয় সংসদে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মোট প্রতিশ্রুতির সংখ্যা ছয়টি। এর মধ্যে তিনটি প্রতিশ্রুতি বাস্তবায়নাধীন রয়েছে এবং অন্য তিনটি প্রতিশ্রুতির বাস্তবায়ন প্রক্রিয়াধীন। সব মিলিয়ে ২০১৫-১৬ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের অধীন মোট ৯টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
এরমধ্যে বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প ২টি। এসব প্রকল্পে মোট বরাদ্দ ৭৫৯ কোটি ৬৫ লাখ টাকা। গত জুলাই পর্যন্ত ব্যয় হয়েছে দুই কোটি ৯৫ লাখ টাকা। অবমুক্ত হয়েছে ৩৯ কোটি ৭৩ লাখ টাকা । ৯ম জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোট ১১টি প্রতিশ্রুতি ছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার ৮৩৮ কোটি ৪৯ লাখ ৪২ হাজারা টাকা বরাদ্দ দেয়।
এসব প্রকল্প বাস্তবায়নে জুন পর্যন্ত ব্যয় হয় ৭৮৫ কোটি ৬ লাখ টাকা। চলতি অর্থ বছরে অবমুক্ত অর্থের পরিমাণ ৬শ কোটি ৭০ লাখ টাকা। বৈঠকে ভারপ্রাপ্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহাপরিচালকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/এসকেডি