প্রথমবার আরব আমিরাতে যাচ্ছেন পোপ ফ্রান্সিস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রথমবারের মতো আরব আমিরাতে সফর করতে যাচ্ছেন খ্রীস্টানদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রোববার আবুধাবিতে পৌঁছাবেন তিনি।

পোপের এই সফরের মাধ্যমে খ্রীস্টান ধর্মের কোনো শীর্ষ নেতা এই প্রথম সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন।আন্ত:ধর্মীয় একটি সম্মেলনে অংশগ্রহণ করতে আবুধাবির প্রিন্স শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের আমন্ত্রণে আবুধাবি সফর করবেন পোপ।

ঐতিহাসিক এই সফরের অংশ হিসেবে মঙ্গলবার এক জমায়েতে উপস্থিত হবেন পোপ, যেখানে ১ লাখ ২০ হাজার মানুষ উপস্থিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেন যুদ্ধের বিষয়ে খ্রীস্টান ধর্মের শীর্ষনেতা কী বলেন- সেই দৃষ্টিকোণ থেকে এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে।

ইয়েমেনে অবরোধ করা সৌদি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে আরব আমিরাতও রয়েছে। ওই অভিযানের সমালোচনা করে সম্প্রতি মন্তব্য করেছেন পোপ।

গত বছর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পোপ আহ্বান করেছিলেন যেন ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়কে আরো দুর্বিষহ করে তোলা না হয়। আরব আমিরাতে প্রায় ১০ লাখ রোমান ক্যাথলিক রয়েছেন, যাদের সিংহভাগই ফিলিপাইন বা ভারতীয় বংশোদ্ভূত।

বৃহস্পতিবার পাঠানো এক ভিডিও বার্তায় পোপ বলেন, ভিন্ন ধর্মের মধ্যে সম্পর্ক স্থাপন করে ইতিহাস তৈরি করার সুযোগ দেয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতকে তিনি সহাবস্থান, ভ্রাতৃত্ববোধ এবং ভিন্ন সংস্কৃতি ও সভ্যতার মিলনস্থল হিসেবে উল্লেখ করেছেন।

আবুধাবি সফরকালে পোপ কায়রোর আল-আজহার মসজিদের প্রধান ইমাম শেখ আহমেদ আল-তায়েবের সঙ্গে দেখা করবেন। আল আজহার মসজিদের প্রধান ইমামের পদবিকে সুন্নি মুসলিম শিক্ষার সর্বোচ্চ স্তর হিসেবে গণ্য করা হয়।

ধারণা করা হচ্ছে, পোপ ফ্রান্সিসের আরব আমিরাত সফর পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে গীর্জা তৈরিতে সে দেশের সরকারকে উদ্বুদ্ধ করবে। সৌদি আরবে বর্তমানে অমুসলিম যে কোনো ধরণের উপাসনালয় নিষিদ্ধ।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।