বেনাপোলে ১৮০টি কচ্ছপ উদ্ধার


প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৫ আগস্ট ২০১৫

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারত থেকে চোরাই পথে আসা ১৮০টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কোনো চোরাচালানিকে আটক করতে পারেনি বিজিবি। মঙ্গলবার দুপুর ৩টার দিকে রাজাপুর গ্রাম থেকে কচ্ছপের এ চালানটি উদ্ধার করা হয়।

যশোর ২৬ বিজিবির বেনাপোল ক্যাম্পের সুবেদার আয়ুব আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর গ্রামে অভিযান চালিয়ে ভারত থেকে আসা কচ্ছপের এ চালানটি আটক করা হয়। আটক কচ্ছপ বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

জামাল হোসেন/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।