জিয়ার আত্মহত্যা নিয়ে মুখ খুললেন সুরুজ
অভিনেত্রী জিয়া খান ২০১৩ সালে মুম্বাইয়ের নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন। এই অভিনেত্রীর আত্মহত্যায় বলিউড অঙ্গনের সকলেই দুঃখ প্রকাশ করে দোষীদের শাস্তি দাবি করেন।
এই তরুণীর আত্মহত্যায় প্ররোচনার জন্য দায়ি করে এসএমএস আর পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন বলিউডের আরেক তারকা সুরুজ পাঁঞ্চালি। তিনি ছিলেন জিয়ার প্রেমিক।
জিয়ার মৃত্যুর পর প্রায় দু বছর পর এ বিষয়ে সরাসরি কথা বললেন নায়ক। ২৫ বছর বয়সী সুরুজ বলেন, ‘জিয়াকে আমি ভালোবাসতাম। এখনও আমি জিয়াকে ভুলতে পারিনি। বিন্দুমাত্র সংশয় নেই যে, সারা জীবনই আমার সঙ্গে জিয়ার নাম জড়িয়ে থাকবে। জিয়া জীবিত না থাকলেও, ওর নাম আছে আমার সঙ্গে। এতেই আমি খুশি। প্রতিটা মুহূর্তে জিয়ার অভাব বোধ করি। ওর সাথে পুরোনো দিনের কথা সবসময়ই মনে পড়ে।’
জিয়ার মৃত্যুর পর তাকে জড়ানোর বিষয়ে তিনি বলেন, জিয়ার মায়ের এই অভিযোগে ভীষণই ভেঙে পড়েছিলেন তিনি। এ ব্যাপারে কোনো সংশয় থাকলে তার উচিত ছিল বিষয়টি যাচাই করা দেখা। এইভাবে তাকে অভিযুক্ত করায় তিনি মানসিক ‘ট্রমা’য় চলে গিয়েছিলেন বলে জানিয়েছেন সূরুজ। তবে জিয়ার মা তাকে হেনস্থা করা সত্ত্বেও তিনি চুপ করে ছিলেন কারণ, তিনি জানতেন তিনি নির্দোষ।
উল্লেখ্য, সুরুজ সম্প্রতি পরিচালক নিখিল আদভানির হিরো ছবিটিতে কাজ করছেন। ছবিটির প্রযোজনায় আছেন সালমান খান। ছবিটি ১৯৮৩ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় হিরো ছবিটিরই রিমেক।
আরএএইচ/এলএ/আরআইপি