তালেবানের সঙ্গে চুক্তি হলে সেনা প্রত্যাহার করবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪১ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তালেবানের সঙ্গে তার প্রশাসনের চলমান সংলাপ কোনো ধরনের চুক্তিতে পৌঁছালে তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক ঘোষণায় ট্রাম্প বলেন, তালেবানরা প্রথমবারের মতো আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং একটি চুক্তিতে পৌঁছার আগ্রহ প্রকাশ করেছে। যদি চুক্তি করা সম্ভব হয় তাহলে মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। খবর পার্স ট্যুডে।

ট্রাম্প বলেন, তার প্রশাসন প্রথমবারের মতো তালেবানের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা চালাচ্ছে এবং এর পেছনে কারণও আছে। এ পর্যন্ত আলোচনা সন্তোষজনকভাবে এগিয়েছে বলেও দাবি করেন তিনি।

গত শনিবার কাতারের রাজধানী দোহায় তালেবান ও মার্কিন প্রতিনিধিরা তাদের ছয় দিনব্যাপী সংলাপ শেষ করেন। আফগান সরকার বলছে, মার্কিন কর্তকর্তারা তাদের এই বলে আশ্বস্ত করেছেন যে, তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার মূল লক্ষ্য আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা করে বিদেশি সেনা প্রত্যাহার করা।

এদিকে তালেবান সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, দোহা সংলাপে দু’পক্ষ একটি শান্তি চুক্তির খসড়া প্রণয়নে সম্মত হয়েছে। আগামী ১৮ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের ব্যাপারেও ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে বলে তালেবান দাবি করেছে। কিন্তু মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র পরে সেনা প্রত্যাহারের কোনো সময়সীমা নির্ধারণের কথা অস্বীকার করেছে। তালেবান যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসলেও আফগান সরকারের সঙ্গে সংলাপে অনীহা প্রকাশ করেছে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।