মাদুরোকে হত্যা করতে মাফিয়াদের নির্দেশ দিয়েছেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ৩০ জানুয়ারি ২০১৯

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করেছেন যে, তাকে হত্যার জন্য কলম্বিয়া সরকার এবং মাফিয়াদের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের নির্দেশে এমন হত্যার হুমকি থেকে সুরক্ষিত রয়েছেন বলেও জোর দিয়েছেন তিনি।

রাশিয়ান ইন্টারন্যাশলান নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাতকারে মাদুরো বলেন, এ বিষয়ে কোন সন্দেহ নেই যে, আমাকে হত্যা করতে কলম্বিয়া সরকার এবং কলম্বিয়ার মাফিয়াদের নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও বলেন, যদি আমার কিছু হয়ে যায় তবে ডোনাল্ড ট্রাম্প এবং কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান দুকুই এর জন্য দায়ী থাকবেন। ভেনেজুয়েলার নিরাপত্তা ব্যবস্থার প্রতি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন মাদুরো। তিনি বলেন, আমি সব সময়ই আমার দেশের জনগণের দ্বারা সুরক্ষিত। আমাদের গোয়েন্দারা খুবই পারদর্শী।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।