বি. বাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৫ আগস্ট ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্ডালখিল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ জাগো নিউজকে জানান, চন্ডালখিল গ্রামে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ফুট অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (সেবা) প্রকৌশলী মো. আবু জাফর, সহকারী প্রকৌশলী মো. সেলিম খান উপস্থিত ছিলেন।

আজিজুল আলম সঞ্চয়/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।