বিয়ে থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ১২ জনের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩৯ পিএম, ২৯ জানুয়ারি ২০১৯

ভারতে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ১২ সদস্য। সোমবার মধ্যরাতে দেশটির মধ্যপ্রদেশের উজায়েন জেলার নাগদা সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরো একজন।

ইন্ডিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে ভ্যানে করে ফিরছিল ওই পরিবারটি। নাগদা সড়কে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বিয়ের যাত্রীবাহী ভ্যানটি ৫০ ফিট দূরে ছিটকে যায়। এতে দুমড়ে-মুচড়ে যায় ওই গাড়িটি।

বার্তাসংস্থা এএনআই দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া ওই গাড়ির একটি ছবি প্রকাশ করেছে। স্থানীয় দৈনিক দ্য আমার উজালা বলছে, হতাহতদের সবাই উজায়েনের বাসিন্দা। সোমবার রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : বিশ্বের বৃহত্তম ভার্চুয়াল কবরস্থান হতে যাচ্ছে ফেসবুক 

এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শোক প্রকাশ করে টুইট করেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রদেশের উজায়েন জেলার সড়ক দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতে ২০১৭ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত এক লাখ ৪৭ হাজার ৯০০ মানুষের।

এসআইএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।