খাগড়াগড় বিস্ফোরণ মামলায় আরও দুই জঙ্গি গ্রেফতার
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণ মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার হুগলি জেলার আরামবাগের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- খাগড়াগড় বিস্ফোরণ মামলার মূল অভিযুক্ত কাওসার ওরফে বোমা মিজানের ঘনিষ্ঠ সহযোগী ও এই মামলার অন্যতম অভিযুক্ত কদর গাজি ও হাবিবুর ওরফে সাজ্জাদ আলি।
এনআইএ জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আরামবাগের একটি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের নজর এড়াতেই ওই এলাকায় রাজমিস্ত্রি সেজে গা ঢাকা দিয়েছিল জামায়াতুল মুজাহিদিনের এই দুই জঙ্গি। তাদের জীবনযাপনও ছিল অত্যন্ত সাধারণ মানের।
গোয়েন্দাদের দাবি, বীরভূমের কীর্ণাহারের বাসিন্দা কদরের ওপর জঙ্গি প্রশিক্ষণ ও নিয়োগের দায়িত্বে ছিল। খাগড়াগড় মডিউলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
অন্যদিকে হাবিবুর ওরফে সাজ্জাদও ওই মডিউলেরই গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বলে জানায় এনআইএ গোয়েন্দারা।
মঙ্গলবার দুজনকেই কলকাতার বিশেষ এনআইএ আদালতে তোলা হবে বলে জানা গেছে।
এমবিআর/পিআর