বিশ্বের নিঃসঙ্গতম একমাত্র হাঁসটি মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

বিশ্বের নিঃসঙ্গতম একমাত্র হাঁস ট্রেভর মারা গেছে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নিউইয়েতে একাকী বসবাসরত এই হাঁস একদল কুকুরের হামলায় মারা গেছে।

নিউইয়ে দ্বীপকেই বাড়ি বানিয়েছিল হাঁসটি। ক্ষুদে দ্বীপরাষ্ট্র নিউইয়েতে স্থানীয়দের কাছে ট্রেভর সেলিব্রেটিতে পরিণত হয়েছিল। কারণ ওই দ্বীপে একমাত্র হাঁস হিসেবে ট্রেভরই বসবাস করতো।

trevor-duck

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ২০১৮ সালে এই দ্বীপে পৌঁছায় হাঁসটি। তবে কীভাবে সে এখানে এসেছে সে ব্যাপারে পরিষ্কার কোনো তথ্য নেই। ছোট্ট এই জীবনে নিউইয়ের একটি রাস্তার পাশে থাকতো সে। স্থানীয়রা তাকে প্রত্যেকদিন নিয়ম করে খাবার দিতেন।

আরও পড়ুন : আসামকে ভারত থেকে বিচ্ছিন্ন করার হুমকি

ট্রেভরকে নিয়ে ফেসবুকে একটি পেইজ বানিয়েছিলেন নিউইয়ের চেম্বার অব কমার্সের প্রধান রায়ে ফাইন্ডলে। তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে এক ঝড়ের পর নিউইয়েতে দেখা যায় ট্রেভরকে। আমাদের ধারণা, সে উড়ে অথবা ঝড়ে ভেসে এসেছিল এই দ্বীপে।

trevor-duck

সে নিউজিল্যান্ড থেকে এসেছিল বলে ধারণা করা হয়। তবে টোঙ্গা অথবা প্রশান্ত মহাসাগরীয় অন্য কোনো দ্বীপ থেকে নিউইয়েতে আসা ট্রেভরের পক্ষে সম্ভব নয়। রায়ে ফাইন্ডলে বলেন, ট্রেভর ছিল বুনো হাঁস। আমরা নিউজিল্যান্ডের স্থানীয় এক রাজনীতিকের নাম অনুসারে হাঁসটির নাম রেখেছিলাম।

আরও পড়ুন : সৌদিতে চারজনের শিরশ্ছেদ

তিনি বলেন, এই দ্বীপে কোনো নদী, হৃদ অথবা জলপ্রবাহ নেই। আর সে কারণে ট্রেভর একটি নালার কাছে বসবাস করতো। যদিও তাকে বিশ্বের নিঃসঙ্গতম হাঁস হিসেবে মনে করা হয়; তারপরও তার সবকিছু ছিল। শুধু ছিল না কোনো সঙ্গী।

সূত্র : বিবিসি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।