২০১৬ সালে সিরীয় শরণার্থীদের স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র


প্রকাশিত: ০৭:২৫ এএম, ২৫ আগস্ট ২০১৫

২০১৬ সালে পাঁচ থেকে আট হাজার সিরীয় শরণার্থীকে স্বাগত জানাতে পারবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। কর্মকর্তারা সোমবার এ কথা জানান। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জন কিরবি বলেছেন, জাতিসংঘ শরণার্থী সংস্থা পুনর্বাসনের জন্যে ১৫ হাজার সিরীয় শরণার্থীকে তাদের কাছে পাঠিয়েছে। ডিসেম্বরে ওয়াশিংটন ৯ হাজার শরণার্থীকে গ্রহণের কথা জাতিসংঘকে জানিয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, তারা ২০১৫ অর্থবছরে এক থেকে দুই হাজার সিরীয় শরণার্থীকে গ্রহণ করবে এবং ২০১৬ অর্থবছরে তা অল্প কয়েক হাজার বাড়বে।

এদিকে সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর চল্লিশ লাখেরও বেশি লোক শরণার্থী হয়ে পড়ে। এদের দায়িত্ব না নেয়ায় যুক্তরাষ্ট্রকে সমালোচনার মুখে পড়তে হয়। এ প্রেক্ষাপটে কিরবি বলেন, যুক্তরাষ্ট্র শরণার্থীদের পুনর্বাসনে আর্থিক যে অবদান রেখে যাচ্ছে তা এখানে সফলতার মাপকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে না। বরং আমরা সিরিয়ার অভ্যন্তরে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে অঙ্গীকারবদ্ধ যাতে দেশটির জনগণ নিরাপদে নিজ বাসভূমে ফিরে যেতে পারে।

উল্লেখ্য, ২০১১ সালের পর থেকে যুক্তরাষ্ট্র সিরিয়ার শরণার্থী পুনর্বাসনে চারশো কোটি ডলার ব্যয় করেছে।

জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার এন্তোনিও গুয়েটেরেস বলেছেন, জুলাইয়ে সিরীয় শরণার্থীর সংখ্যা চল্লিশ লাখ ছাড়িয়েছে। চলতি বছরের শেষে এ সংখ্যা আরো বাড়বে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।