তসলিমার দেহরক্ষীর আত্মহত্যার চেষ্টা
নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের দেহরক্ষী আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এস ভার্গিস নামের ওই দেহরক্ষীকে দিল্লিতে তসলিমার বাড়ির সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে এ তথ্য জানা গেছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হঠাৎ তসলিমার দিল্লির বাড়ির সামনে গুলির শব্দ পাওয়া যায়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তসলিমার বাড়ির বাইরে নিরাপত্তারক্ষীর টেন্টে গুলিবিদ্ধ অবস্থায় ভার্গিসকে পড়ে থাকতে দেখে। ভার্গিসের বাম কানের কাছে একটি গুলি বিদ্ধ হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আহত ভার্গিস ৭০তম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা এ ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে ভার্গিসের আত্মহত্যা চেষ্টার কোন কারণ এখনো জানা যায়নি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বাংলাদেশি এই নির্বাসিত লেখিকাকে এক বছরের জন্য নতুন ভিসা মঞ্জুর করেছে ভারত সরকার।
এসঅাইএস/পিআর