চূড়ান্ত যুদ্ধের মহড়া ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

ইরানের সেনাবাহিনী ব্যাপক পরিসরে যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের সামরিক মহড়া শুরু করেছে। দু'দিনের এই সামরিক মহড়া শনিবার দেশটির মধ্যাঞ্চলের ইসফাহান প্রদেশে শুরু হয়।

বৃহৎ পরিসরের যুদ্ধের চূড়ান্ত পর্যায়ের এই মহড়ায় শক্তিপ্রদর্শন করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মৌসাভির নেতৃত্বে সেনাবাহিনীর সব ইউনিটের ১২ হাজার সদস্য অংশ নিয়েছে।

অপারেশনের সময় সেনাবাহিনীর স্থির এবং ভ্রাম্যমাণ আর্টিলারি ইউনিটের সদস্যরা ১০ থেকে ৩০ কিলোমিটার দূরের শত্রুর অবস্থানে স্মার্ট এবং সুনির্দিষ্ট আঘাত করে।

iran-war.jpg

আরও পড়ুন : যে গ্রামে প্রেম-শারীরিক সম্পর্কে উৎসাহ দেন বাবা-মা

ইরানের সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেন, গ্রাউন্ড ফোর্স এয়ারবোর্ন ইউনিটের যুদ্ধ হেলিকপ্টার এ সময় অভিযানস্থলের আকাশের নিরাপত্তায় কাজ করে; যাতে স্থলের সাঁজোয়া যানের ওপর শত্রুরা আঘাত হানতে না পারে। প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর টার্গেটে ভারী গোলাবর্ষণও করা হয় হেলিকপ্টার থেকে।

তিনি বলেন, যুদ্ধের মহড়ার মূল উদ্দেশ্য হলো সেনাবাহিনীর স্থল পরিকাঠামো ও আধুনিক প্রতিরক্ষা কৌশলগুলোর মূল্যায়ন করা।

সূত্র : তাসনিম নিউজ অ্যাজেন্সি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।