‘ভারতরত্ন’ পাচ্ছেন প্রণব, ভূপেন ও নানাজি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ এএম, ২৬ জানুয়ারি ২০১৯

ভারতরত্ন দেয়া হচ্ছে ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে। শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবন থেকে এ ঘোষণা দেয় ভারত সরকার।

এছাড়া এ বছর এ পুরস্কার পাচ্ছেন আরও দুই ভারতীয়। তারা হলেন ভূপেন হাজারিকা এবং নানাজি দেশমুখ। তাদের মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে।

প্রণবসহ এই তিন জনের ‘ভারতরত্ন’ পাওয়া নিয়ে একাধিক টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টুইটে মোদি বলেছেন, ‘এই সময়ে প্রণবদা আমাদের দেশের একজন অসামান্য নাগরিক। কয়েক দশক ধরে তিনি নিরলস দেশকে সেবা করে চলেছেন। দেশের উন্নয়নে তার অবদান অত্যন্ত স্পষ্ট। তার ‘ভারতরত্ন’ পাওয়ার খবরে আমি আনন্দিত।’

২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।

এদিকে আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।

অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্যও ছিলেন দেশমুখ।

বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।