নতুন বছরে সব কর্মচারীকে ৭ লাখ টাকা বোনাস

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ২৫ জানুয়ারি ২০১৯

উৎসব সামনে রেখে বোনাসের প্রচলন সব দেশেই। কর্মচারীদের সন্তুষ্ট করতে সরকারি-বেসরকারি সব কোম্পানি কমবেশি বোনাস দিয়ে থাকে। তবে বোনাস দিতে নোটের পাহাড় গড়া হয়তো এবারই ঘটলে চলেছে প্রথম কোনো ঘটনা। ঘটনাটি ঘটেছে চীনে। দেশটির আসন্ন নববর্ষকে সামনে রেখে কর্মচারীেরে বোনাস দিতে জিয়াংসি প্রদেশের নাংচাং শহরের এক ইস্পাত কোম্পানি রীতিমতো নোটের পাহাড় বানিয়েছে।

চীনা প্রাচীন নববর্ষের এই উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত। উৎসবকে সামনে রেখে বছর শেষে দেশটির বেশির ভাগ কোম্পানিই তাদের কর্মীদের বোনাস দিতে চলেছে। বোনাস দিতে গিয়ে তাক লাগানো ঘটনা ঘটিয়ে থাকে চীনা কোম্পানিগুলো।

চীনা সংবাদমাধ্যম সাংহাইস্টের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, ইস্পাত কোম্পানিটি কর্মীদের বোনাস দিতে ৩০ কোটি ইউয়ান (বাংলাদেশি টাকায় ৩৭০ কোটি) দিয়ে পাহাড়টি গড়েছে, যা ওই কোম্পানির ৫ হাজার কর্মীকে বোনাস হিসেবে দেয়া হচ্ছে। ফলে প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পাচ্ছেন ৬০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৭ লাখ।

Bonus-2

বোনাস সম্পর্কে জানতে চাইলে সাংহাইস্টকে কোম্পানিটির একজন কর্মচারী বলেন, ‘এত বড় বোনাস! আমি জানিই না পুরোটা খরচ করব কীভাবে?’

তবে চীনে এমন ঘটনা এই প্রথম না। গত বছর একটি কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে। এরপর একটা নির্দিষ্ট সময় বলে দিয়ে তাদের যত খুশি টাকা তুলে নিতে বলা হয়। এবার অনুমান করুন এভাবে কত টাকা নেয়া যেতে পারে?

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।