তেল আবিবে হামলা চালানোর ক্ষমতা রয়েছে সিরিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ এএম, ২৫ জানুয়ারি ২০১৯

সিরিয়ার রাজধানী দামেস্কে সাম্প্রতিক ইসরায়েলি হামলার জবাবে তেল আবিবে পাল্টা আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছে সিরিয়া। ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক আমিডোর সিরিয়ার প্রশংসা করে বলেছেন, তেল আবিবে হামলা চালানোর ক্ষমতা রয়েছে সিরিয়ার।

ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তেল আবিবের বিমানবন্দরে হামলা চালানোর সিরীয় হুমকি প্রসঙ্গে তিনি বলেন, এই হুমকি বাস্তবায়নের সক্ষমতা সিরীয় সেনাবাহিনীর রয়েছে।

জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি সম্প্রতি হুমকি দিয়েছেন, ইসরায়েল যদি আবার দামেস্কে হামলা চালায় তাহলে সিরিয়া তেল আবিব আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানবে।

ইসরায়েলি জঙ্গিবিমানগুলো গত সোমবার ভোররাতে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অবশ্য বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুধুমাত্র চলতি বছরের প্রথম এক মাসেরও কম সময়ে কুদস দখলদার ইসরায়েল সিরিয়ায় তিনদফা আগ্রাসন চালিয়েছে।

টিটিএন/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।